1/7
2/7
কিন্তু কিছু শেরপা থাকেন যাঁদের কাছে পাহাড় জয় করাটা একটা নেশার মতো। সম্মানের জন্য লালায়িত হয়ে বসে না থেকে তাঁরা পাহাড়ের প্রতি প্রেমের টানে বরাবর একই কাজে যুক্ত থাকেন। সেরকমই একজন শেরপা হলেন কামি রিতা (Kami Rita)। যিনি এক-আধবার নয়, এই নিয়ে ২৫ বার এভারেস্ট (Everest) জয় করে ফিরে এসেছেন। যশ বা খ্যাতি নয়, পাহাড় ভালবেসেই তাঁর এই মৃত্যুকঠিন অভিযানের পর অভিযান। কিন্তু তা বলে আনপড় অভিযাত্রীর মতো কখনও প্রকৃতির সঙ্কেত লঙ্ঘন করেন না। না হলে, মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি ২৬তম শৃঙ্গ জয়ের এই বিরল রেকর্ড অসম্পূর্ণ রেখে ফিরে আসেন! ফিরে এলেন কামি রিতা। কেন ফিরলেন? তিনি বলছেন, সামিটের দিকে যাওয়ার সময়ে তিনি স্বপ্ন দেখেন, আবহাওয়া ক্রমশই খারাপ হচ্ছে এবং তিনি যেন শোনেন পাহাড়ের দেবী তাঁকে বলছেন-- আর চেষ্টা কোরো না। এবার ফিরে যাও। দেবীর কথা মেনেই তাই এবারে ফিরে আসা তাঁর। কে এই দেবী? 'Goddess Mother of the World' চোমোলাংমা। যাকে আমরা এভারেস্ট বলে চিনি।
photos
TRENDING NOW
3/7
4/7
সাধারণত প্রতি বছর অভিযাত্রীরা নেপাল ও চিন, এই দুই দেশের অন্তর্গত অংশ দিয়ে পাহাড়ে চড়া শুরু করেন। এভারেস্টের উত্তর অংশ পড়ে চিনের দিকে আর দক্ষিণ অংশ পড়ে নেপালের দিকে। কিন্তু গত বছর করোনাভাইরাস (CORONAVIRUS) ছড়িয়ে পড়ায় সব দিক থেকেই পর্বতারোহণ বন্ধ ছিল। করোনা এখনও অত্যন্ত তীব্র। তা সত্ত্বেও নেপালের দিক থেকে এভারেস্ট যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে।
5/7
6/7
7/7
photos