AC ডাবল ডেকার ট্রেন প্রস্তুত! ছুটবে ১৬০ কিমি প্রতি ঘণ্টার গতিতে, ঝাঁকুনি হবে না
Nov 20, 2020, 13:00 PM IST
1/5
দেশের সব থেকে দ্রুত গতির ডাবল ডেকার ট্রেন ছোটার জন্য প্রস্তুত। এদিন রেল মন্ত্রী পীযূশ গোয়েল এই অত্যাধুনিক কোচের ডাবল ডেকার ট্রেন চালু করার ঘোষণা করেছেন।
2/5
কপুরথালা রেল কোট ফ্যাক্টরিতে তৈরি এই সেমি-স্পিড ডাবল ডেকার কোচ দেশের ব্যস্ততম রুটগুলিতে চালানো হবে। এমনই জানিয়েছেন রেল মন্ত্রী। এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটতে পারবে।
photos
TRENDING NOW
3/5
এই কোচে মোট ১২০ জন যাত্রী সফর করতে পারবেন। বর্তমানে যে কটি ডাবল ডেকার ট্রেন চলে তার কোনওটিতেই ১২০ জন যাত্রী একটি কোচে বসতে পারেন না। অর্থাত্, এই নতুন ট্রেন ডাবল ডেকার হিসাবে সব থেকে বেশি সংখ্যক যাত্রী পরিবহণ করবে।
4/5
স্টেট অফ দ্য আর্ট এয়ার স্প্রিং সাসপেনশন থাকবে এই কোচে। ফলে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করবেন না। এই ট্রেনে সবরকম অত্যাধুনিক পরিষেবা থাকবে।
5/5
কোচ হবে চওড়া। ফলে সফর হবে আরামদায়ক। এলইডি ডেস্টিনেশন বোর্ড থাকবে। ফলে যাত্রীরা পরের স্টেশন সম্পর্কে তথ্য পাবেন। প্রতিটি কোচে একটি করে মিনি প্যান্ট্রি থাকবে।