সদ্য মা হয়েছেন? তাহলে খেয়াল রাখুন রোজের ডায়েটে

Jun 19, 2021, 11:37 AM IST
1/6

মা হওয়ার পরে খাওয়াদাওয়ায় মন দিলেই হবে না, আপনার শিশুর কথা মাথায় রেখে এড়িয়ে চলতে হবে কয়েকটি খাবার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।    

2/6

কিছু খাবার, বিশেষত মা হওয়ার  প্রথম কয়েকটি  সপ্তাহে না খাওয়াই ভাল, যে খাবার খেয়ে গ্যাস অথবা অ্যাসিডিটি হতে পারে বলে মনে হয়, এমন খাবার এড়িয়ে চলুন।     

3/6

কফিতে উচ্চ caffine  থাকে  যা শিশুর জন্যে হজম করতে অসুবিধে হতে পারে। প্রতিদিন  চেষ্টা করুন  কম করে কফি খাওয়ার,  বিকল্পের জন্য অন্য কিছু খান এমনটাই মত বিশেষজ্ঞদের।

4/6

শিশুদের জন্যে কয়েকটি  acidic  উপাদান ক্ষতিকর হতে পারে, এর প্রভাবে শিশুদের ঘন ঘন ডায়াপার rashes, spit  ups এবং crankiness হতে পারে।

5/6

ফুলকপি, বাঁধাকপি জাতীয় কিছু খাবারে গ্যাস হতে পারে তাই এই ধরনের খাবার এড়িয়ে যাওয়া আপনার শিশুর জন্য ভাল এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

6/6

  মা হওয়ার পরে অ্যালকোহল  এড়িয়ে যাওয়া শুধুমাত্র শিশুর জন্যেই নয় আপনার জন্যও ভাল, যদি  Alcohol পান করেন তাহলে শিশুকে breastfeed করানোর পরেই করবেন তার আগে নয় এমনটাই মত বিশেষজ্ঞদের।