সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, নববধূর বেশে Yami Gautam

Jun 07, 2021, 16:09 PM IST
1/9

পরনে লাল বেনারসি শাড়ি, গায়ে সোনার গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর। বিয়ের পর প্রথমবার এভাবেই প্রকাশ্যে এলেন নববধূ ইয়ামি গৌতম। ছবি পোস্ট করে ইয়ামি লিখেছেন, 'Rind posh maal gindane draaye lo lo. Let's welcome the spring season '  

2/9

আরও একটি ছবিতে সবুজ গর্জাস ট্রাডিশনাল শাড়ি, হাতে চূড়া, সিঁথিতে চওড়া সিঁদুর ও কানে লম্বা ঝোলা সোনার দুল পরে ধরা দিয়েছেন পাহাড়ি কন্যা ইয়ামি। 

3/9

সামনে এসেছে ইয়ামি গৌতমের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আরও কিছু ছবি। (ছবিতে ইয়ামিকে বোন সুরুলি গৌতম ও ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে।) 

4/9

মেহেন্দি অনু্ষ্ঠানে বোন সুরুলি গৌতমের সঙ্গে ইয়ামি। ইয়ামির পরনে হলুদ রঙের গর্জাস সালোয়ার কুর্তা আর সুরুলির পরনে লাল সালোয়ার কামিজ। 

5/9

 দিদিকে আদরে ভরিয়ে দিচ্ছেন বোন সুরুলি গৌতম। 

6/9

বিয়ের আগের দিন রাতে কলিরে অনুষ্ঠান বোন সুরুলির সঙ্গে ইয়ামি।

7/9

শুক্রবার চুপিসারে নিজের জন্মস্থান হিমাচল প্রদেশে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি ও আদিত্য।

8/9

মালা বদলের মুহূর্তে ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধর।

9/9

বিয়ের পর পরিবারের সঙ্গে তোলা ইয়ামি গৌতম ও আদিত্য ধরের ছবি।