Durga Puja: নগদের কোনও বালাই নেই, পুজোর চাঁদা তোলাতে এবার হাইটেক ব্যবস্থা

 

Sep 24, 2023, 12:21 PM IST

 

 

1/5

ডিজিট্যাল ভারতবর্ষে সনাতন দুর্গাপুজোয় থিমের ক্রিয়েশন হাইটেক হয়েছে বেশ কয়েক বছর আগেই । এবার পুজোর চাঁদা তোলাও হাইটেক হল।  

2/5

উত্তরের বড় পুজো টালা প্রত্যয় এবার নগদ টাকা স্পর্শ না করেই বাড়ি বাড়ি ঘুরে পুজোর চাঁদা সংগ্রহ করছে।  

3/5

কীভাবে নেওয়া হচ্ছে চাঁদা? দুই ভাবে। প্রথমত একটি এ ৪ সাইজের স্ক্যানার নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন পুজো কমিটির সদস্যরা। সেখানে মোবাইল গুগল স্ক্যানার সরাসরি ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তহবিলে চাঁদার প্রদেয় অর্থ পৌঁছে যাচ্ছে।

4/5

আর যারা ফোন পে বা গুগল পে-তে বেশি সাবলীল, তারা চাঁদার বিলের ওপর থাকা কিউ আর কোড স্ক্যান করে টাকা দিচ্ছেন।

5/5

এভাবেই বাংলার প্রাণের উৎসব ডিজিট্যাল ধাঁচে আধুনিকতার পথে পা বাড়াচ্ছে।