"বাড়ির জিনিস বিক্রি করে ফি দিন, নাহলে সরকারি স্কুলে যান", ফের অমানবিক বেসরকারি স্কুল

Jul 24, 2020, 18:39 PM IST
1/5

"রোগীকে হাসপাতালে ভর্তি করলে যেমন চিকিৎসার খরচ দিতেই হয়, তেমনই বেসরকারি স্কুলে ভর্তি করা হয়েছে, ফি দিতেই হবে" এমনই কড়া নিদান শহরেরর এর বেসরকারি স্কুলের।   

2/5

বেসরকারি স্কুলের ফের অমানিক মুখ। মাসিক বেতন নিয়ে অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে।   

3/5

বেহালা ওরিয়েন্ট ডে স্কুল। ফি মুকুবের দাবিতে আজ সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।   

4/5

অভিভাবকদের অভিযোগ, স্কুল থেকে অভিভাবকদের হুমকি দেওয়া হয়েছে যে, আন্দোলন বিক্ষোভ হলে এর টার্গেট হবে বাচ্চারা।  

5/5

স্কুল থেকে আরও বলা হয় যে, প্রয়োজনে বাড়ির জিনিসপত্র বিক্রি করেও ফি জমা দিতে হবে। অন্যথায় স্কুলে পড়াশোনার সুযোগ দেওয়া হবে না বাচ্চাদের। তবে অভিভাবকদের তরফেও সাফ জানানো হয়েছে যে, এই পরিস্থিতিতে স্কুলের বর্ধিত ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।