শুরুতে দিতে হচ্ছে মাত্র ৪৯৯ টাকা, Ola Electric Scooter-এর দাম শুনলে চমকে যাবেন

মাত্র ২৪ ঘণ্টায় ১ লক্ষেরও বেশি মানুষ বুক করেছে Ola Electric Scooter। যা কিনা রেকর্ড।

Jul 17, 2021, 21:21 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: পরিবহন ব্যবসায় অনেক দিন ধরেই রয়েছে Ola। অনলাইন ক্যাব বুকিং সংস্থা হিসেবে দেশে চড়চড়িয়ে বেড়েছে তাদের ব্যবসা। এবার সরাসরি Electric Scooter ব্যবসায় পা রেখেছে এই সংস্থা। আর শুরুতেই হাঁকিয়েছে ছক্কা! কেন?

2/6

১৫ জুলাই থেকে শুরু হয়েছে Ola Electric Scooter-এর আগাম বুকিং। আর শুরুতে ২৪ ঘণ্টায় ১ লক্ষেরও বেশি মানুষ বুক করেছে Ola Electric Scooter। যা একটি রেকর্ড। ওলা গ্রুপের সিইও ভবেশ আগরওয়াল নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন।

3/6

অন্য স্কুটারের তুলনায় কোথায় আলাদা Ola Electric Scooter? জানা গিয়েছে, পুরো চার্জে ১০০ থেকে ১৫০ কিলোমিটার চলবে Ola Electric Scooter। এতে রয়েছে ক্লাউড কানেকটিভিটি, অ্যালয় Wheels, এলইডি লাইটিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক।

4/6

olaelectric.com ওয়েবসাইটে ঢুকে মাত্র ৪৯৯ টাকায় বুক করা যাবে Ola Electric Scooter।

5/6

বর্তমান বাজারের সঙ্গে পাল্লা দিয়ে স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা। বুকিং পদ্ধতি শেষ হলেই কাস্টমার আইডি পেয়ে যাবেন এবং ইমেল অথবা নির্দিষ্ট মোবাইল নম্বরে বিস্তারিত তথ্য চলে আসবে ক্রেতাদের কাছে।

6/6

কোনও কারণে অর্ডার বাতিল করলে এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে বুকিং ফি।