Hum Dil De Chuke Sanam-র ২২ এ পা, দেখুন শ্যুটিং সেটের অদেখা মুহূর্ত

Jun 18, 2021, 20:13 PM IST
1/7

দেখতে দেখতে ২২ বছর পার করল পরিচালক সঞ্জয়লীলা বনশালির 'হম দিল দে চুকে সনম'।  'হম দিল দে চুকে সনম'-এর মুক্তির  ২২ বছর পূর্তিতে শ্যুটিং সেটের এই ছবিটি শেয়ার করেছেন সলমন।  

2/7

'হম দিল দে চুকে সনম' মুক্তি পেয়েছিল ১৯৯৯-এর ১৮ জুন। ঐশ্বর্য রাই, সলমন খান, অজয় দেবগন অভিনীত এই ত্রিকোণ প্রেমের বলিউডের অন্যতম চর্চিত ছবি।

3/7

 'হম দিল দে চুকে সনম' ছবির শ্যুটিং সেটের বেশকিছু অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবির  শ্যুটিং-এর সময় সলমন-ঐশ্বর্যর প্রেম ছিল বি-টাউনের অন্যতম চর্চিত বিষয়। 

4/7

ছবিতে ভনরাজ-এর চরিত্র অজন দেবগন, নন্দিনীর ভূমিকার ঐশ্বর্য আর সমীরের ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খানকে।

5/7

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

 'হম দিল দে চুকে সনম'-এর ২২ বছর পূর্তিতে সেটের ছবি শেয়ার করে অজয় দেবগন লিখেছেন, ''সঞ্জয়, সলমন, , অ্যাশ ও আমি জানতাম যে এটি ভীষণই সংবেদনশীল একটা ছবি তৈরি হতে চলেছে। তবে কখনও ভাবিনি এই ছবিটা ইতিহাস তৈরি করবে।''

6/7

'হম দিল দে চুকে সনম' ছবির মতোই সুপার হিট হয় ছবির গানগুলি। অজয়, সলমনের পাশাপাশি ছবির সেটের অদেখা কিছু ছবি পোস্ট করেছেন ঐশ্বর্যও। 

7/7

মৈত্রেয়ী দেবীর লেখা 'ন হন্যতে' অবলম্বনে সঞ্জয়লীলা বনশালি 'হম দিল দে চুকে সনম' ছবিটি বানিয়েছেন বলেই অনেকে দাবি করেছিলেন, যদিও ছবির নির্মাতারা একথা স্বীকার করেননি।