মা আর নেই, Sridevi-র মৃত্যুবার্ষিকীতে স্মৃতিতে ভাসলেন Jhanvi Kapoor

Feb 24, 2021, 10:56 AM IST
1/6

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয় শ্রীদেবীর। দুবাইতে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে হোটেলের বাথটাব থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলিউডের প্রথম ফিমেল সুপারস্টারের মৃতদেহ। শ্রীদেবীর মৃত্যুর পর থেকে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। শ্রীদেবীর মতো একজন বড় মাপের অভিনেত্রীর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় 

2/6

শ্রীদেবীর মৃত্যুর ৩ দিন পর দুবাই থেকে ফেরানো হয় তাঁর মৃতেদহ। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েন জাহ্নবী কাপুর। এমনকী, শ্রীদেবীর প্রয়ানের পর নিজেকে ঘরের মধ্যে প্রায় বন্দি করে ফেলেন জাহ্নবী। ওই সময় গোটা পরিবার এবং করণ জোহরের প্রচেষ্টায় ফের নতুন করে স্বাভাবিক জীবনে ফেরেন জাহ্নবী 

3/6

শ্রীদেবীর মৃত্যুর পর মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি ধড়ক। ঈশান খট্টরের সঙ্গে ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেন তিনি। ধড়ক, গুঞ্জন সাক্সেনার পর রুহি। একের পর এক ছবিতে অভিনয় করছেন জহ্নবী। রুহির মুক্তির আগে এবার মায়ের মৃত্যুবার্ষিকীতে ফের স্মৃতিতে ভাসতে শুরু করেন জাহ্নবী 

4/6

মায়ের মৃত্যুবার্ষিকীর আগে পুজোর আয়োজন করেন বনি কাপুর। গোটা পরিবার সেই পুজোয় হাজির হয়। যদিও মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যে পুজোর আয়োজন করা হয়, সেখানে হাজির হতে পারেননি খুশি কাপুর। নিউ ইয়র্কে রয়েছেন খুশি। ফিল্ম নিয়ে পড়াশোনার জন্যই এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন বনি কাপুরের ছোট মেয়ে 

5/6

মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুজোর পর কেঁদে ফেলেন জাহ্নবী। মা যদি একন তাঁদের পাশে থাকতেন বলে মনের ইচ্ছা প্রকাশ করেন জাহ্নবী

6/6

প্রসঙ্গত করোনায় আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনে ছিলেন জাহ্নবী। ওই সময় মা যদি তাঁর কাছে থাকতেন, পাশে থাকতেন বলেও মন্তব্য করতে শোনা যায় জাহ্নবী কাপুরকে