Kulti: ভিন রাজ্য থেকে ঢোকা বিপুল বেআইনি অস্ত্র উদ্ধার! গ্রেফতার ২...

 Kulti: আসানসোলের কুলটি থানা এলাকায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ টিম উদ্ধার করল ভিন রাজ্য থেকে ঢোকা বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র।   

Nov 24, 2024, 16:36 PM IST
1/5

পিয়ালী মিত্র: গতকাল আসানসোলের কুলটি থানা এলাকায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ টিম উদ্ধার করল ভিন রাজ্য থেকে ঢোকা বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র। 

2/5

সঙ্গে উদ্ধার বিপুল সংখ্যক তাজা কার্তুজ। ঘটনায় গ্রেফতার দুই। মামলা রুজু হল কুলটি থানায়। তদন্তে বেঙ্গল এস টি এফ। 

3/5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর অ্যাকশনে নেমে পড়ে স্পেশাল টাস্ক ফোর্স। আসানসোলের কুলটি থানা এলাকার অন্তর্গত পুরাতন কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন স্থানে অভিযান চালায় তারা।

4/5

উদ্ধার করা হয়- ১০টি ফায়ার আর্মস, ৮ মিমি লাইভ কার্তুজের পঞ্চাশ রাউন্ড এবং ৯ মিমি লাইভ কার্তুজের চারটি রাউন্ড। অস্ত্রগুলো ভিন রাজ্য থেকে আনা হয়েছিল বলেই জানা গিয়েছে।

5/5

দুই ধৃতের নাম ৩৩ বছরের মিনারুল ইসলাম এবং ৩৭ বছরের সফিকুল মণ্ডল। দুজনেই মুর্শিদাবাদের ডোমকল থানার বাসিন্দা। রবিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাবে এসটিএফ, জানা গিয়েছে।