একজন থেকে ৪০০ জন Covid-আক্রান্ত, গরমে AC চালানোর সময় কী উচিত আর কী নয়?

Apr 04, 2021, 17:55 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: গত বছর ভয়াবহ করোনা পরিস্থিতির সময় সরকার একটি অ্যাডভাইজরি জারি করেছিল। এই প্রতিবেদন মারফত সেই অ্যাডভাইজরি ঝালিয়ে নিন। কারণ, এবছর করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। কিছু বিশেষজ্ঞের মতে  করোনার দ্বিতীয় ঢেউ এতটাই যে ১ জন থেকে আক্রান্ত হচ্ছেন ৪০০ জন। 

2/5

এই সময় ঘরের তাপমাত্রা রাখুন ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৭০ ডিগ্রি।  ভারতীয় উপমহাদেশের জলবায়ুর কথা মাথায় রেখে এই গাইডলাইন প্রস্তুত করেছিল ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ারকন্ডিশনিং এঞ্জনিয়র্স । তাদের মতে বাইরের বাতাসের সঙ্গে ভিতরের পরিবেশের সামঞ্জস্য রক্ষা করার যথাযথ।

3/5

 আর্দ্র জলবায়ুতে আর্দ্রতা কমাতে তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি রাখুন এবং শুষ্ক আবহাওয়ায় ৩০ ডিগ্রির কাছে বা ৩০ ডিগ্রিতে রাখুন এবং হাওয়া চলাচলের জন্য পাখা ব্যবহার করুন।

4/5

ঘরে একটি পাত্রে জল রাখুন শুষ্ক আবহাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা ৪০ শতাংশের নিচে নামতে দেবেন না। ঘরে রাখা পাত্রের জল বাষ্প হওয়ার ফলে আর্দ্রতা বৃদ্ধি করবে। 

5/5

এসি যখন চলবে না তখন ঘরে বায়ুচলাচল করার ব্যবস্থা রাখুন। বৈদ্যুতিক পাখা ব্যবহার করার সময় জানালা খোলা রাখুন।