নির্মলার বাজেট ‘নতুন বোতলে পুরনো মদ’, দিশাহীন বলে সমালোচনা বিরোধীদের

Jul 05, 2019, 18:26 PM IST
1/6

অধীর চৌধুরী- বাজেটে নতুন কিছু নেই। নতুন বোতলে পুরনো মদের মতোই বাজেট হল। চাকরির দিশা নেই। পুরনো প্রতিশ্রুতি বারবার উচ্চারিত হল।

2/6

যোগী আদিত্যনাথ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী- স্বাধীনতার পর এই প্রথম পূর্ণ মেয়াদের দায়িত্বপ্রাপ্ত মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এই বাজেট।

3/6

অমিত শাহ- উন্নয়নশীল দেশের ভিত্তিপ্রস্তর তৈরিতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গরিব মানুষের স্বপ্ন পূরণ করবে এই বাজেট। মহিলা, যুব, চাষিদের ইচ্ছাপূরণ হবে।

4/6

নিতিন গডকড়ী- নতুন ভারত তৈরিতে পরিকাঠামোয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে ৭৮,৬২৬ কোটি থেকে বেড়ে করা হয়েছে ৮৩ হাজার কোটি টাকা।

5/6

রাজনাথ সিং- দেশের ভবিষ্যত তৈরিতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী দিনে ৫ লক্ষ কোটি অর্থনীতির ভারত তৈরি হবে  

6/6

মমতা বন্দ্যোপাধ্যায়- দিশাহীন বাজেট। পাশাপাশি বেলাইন হয়ে গেছে। পেট্রোল ও ডিজেলে সেস বসানোয় তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী।