অভিনেতা মোহনলাল-মনোজ বাজপেয়ী সহ ৫৬ বিশিষ্টজনকে পদ্ম সম্মান রাষ্ট্রপতির

Mar 11, 2019, 14:11 PM IST
1/8

S 8

S 8

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে আজ পদ্ম সম্মান গ্রহণ করলেন দেশের ৫৬ জন বিশিষ্ট ব্যক্তি। এ বছর জানুয়ারি মাসে ১১২ জনকে পদ্ম সম্মান দেওয়ার কথা ঘোষণা করে সরকার।

2/8

s 7

s 7

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য দক্ষিণের সুপারস্টার মোহনলালকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন রাষ্ট্রপতি। টানা ৪০ বছর ধরে ৩০০ ছবিতে অভিনয় করেছেন মোহনলাল।

3/8

s 6

s 6

বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার শঙ্কর মহাদেবনকে দেওয়া হল পদ্মশ্রী সম্মান।

4/8

S 5

S 5

হিন্দি সিনেমায় বিশিষ্ট অবদানের জন্য অভিনেতা মনোজ বাজপেয়ী পেলেন পদ্মশ্রী সম্মান।

5/8

S 4

S 4

প্রয়াত অভিনতা কাদের খান পেলেন পদ্মশ্রী সম্মান। গত ৩১ ডিসেম্বর তিনি প্রয়াত হন। ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের খান।

6/8

S 3

S 3

পদ্মশ্রী পেলেন অভিনেতা প্রভুদেবা। ওই সম্মান পাওয়ার পর এক টুইটে তাঁর ভক্তদের ওই পুরস্কার উত্সর্গ করেছেন প্রভু।

7/8

S 2

S 2

মরণোত্তর পদ্মভূষণ সম্মান পেলেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার।

8/8

s 1

s 1

বিশিষ্ট তবলা বাদক আনন্দন শিবমনি পেলেন পদ্মশ্রী সম্মান।