1/6
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে বাগান করার অনেকেরই শখ থাকে। তবে জায়গার অভাবে কিংবা জায়গা থাকলেও অনেকেই গাছ পুঁতলেও তা বাঁচাতে পারেন না। লঙ্কা, টোমাটো, লেবু, পেঁপে অনেকেই বাড়ির ছাদে বা বাগানে চাষ করে। তবে পেঁপে গাছে আলাদা করে যত্ন নিতে হয়। গার্ডেন বিশেষজ্ঞদের মতে, কয়েকটি নিয়ম মাথায় রেখেই এই গাছ পোঁতা যায়। সাধারণ বাগানের বা টবের মাটিতে গোবর ব্যবহার করে গাছের জন্য মাটির মিশ্রণ প্রস্তুত করতে হবে। মাটি হালকা রাখতে হবে। মাটির উপরের স্তরে জল ছিটিয়ে রাখতে হবে।
2/6
পেঁপে গাছ বড় আকারের বৃদ্ধির জন্য বড় পাত্রের প্রয়োজন
পেঁপে গাছ বড় আকারের বৃদ্ধির জন্য বড় পাত্রের প্রয়োজন। গার্ডেন বিশেষজ্ঞের মতে, যদি একটি বড় পাত্র ভারী মনে হয়, তাহলে একজন ২ to থেকে -০ ইঞ্চি গ্রো ব্যাগ বেছে নিতে পারেন। পেঁপে ফলের মধ্যে যে বীজগুলি পাওয়া যায় সেগুলি জলে ভরে রাখতে হবে, পেঁপে গাছের বীজ সংগ্রহ করা যাবে। শুধুমাত্র সেই বীজগুলিই দিয়েই গাছ পোঁতা যাবে।
photos
TRENDING NOW
3/6
বীজ রোপণ করার সময় একটু জায়গা রেখে করতে হবে
4/6
গাছের পোকামাকড়কে এড়াতে নিম কেক ছিটিয়ে দিতে পারেন
5/6
প্রতিদিন একবার করে জল দিতে হবে
6/6
চারা গাছটিকে বড় পাত্রে রাখতে হবে
photos