গত সাত দিনে ৬ বার বাড়ল পেট্রোলের দাম, জেনে নিন কলকাতার দর

Aug 22, 2020, 13:58 PM IST
1/5

শনিবার ফের বাড়ল পেট্রোলের দাম। এনিয়ে পরপর ৩ দিন বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম অবশ্য বাড়ানো হয়নি।

2/5

শনিবারকে ধরলে গত এক সপ্তাহে মোট ৬ বাড়ানো হল পেট্রোলের দাম। গত ১৬ অগাস্ট পেট্রোলের দাম বাড়ে লিটারে ৯২ পয়সা। তার পর থেকে বেড়েই চলেছে পেট্রোলের দাম।

3/5

শনিবার দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল প্রতি লিটারে ১৬ পয়সা। নতুন দাম হল ৮১.৩৫ টাকা। মুম্বইয়ের লিটারপিছু পেট্রোলের দাম হল ৮৮.০২ টাকা।

4/5

কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হল ৮২.৮৭ টাকা, চেন্নাইয়ের দাম ৮৪.৪০ টাকা।  

5/5

তবে আশার কথা গত ২৩ দিন ধরে ডিজেলের দাম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শনিবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৭৭.০৬ টাকা, মুম্বইয়ে ৮০.১১ টাকা, দিল্লিতে ৭৩.৫৬ টাকা ও চেন্নাইয়ে ৭৮.৮৬ টাকা।