Petrol-Diesel Price: আরও দামি পেট্রোল, দেশে একাধিক শহরে সেঞ্চুরি, কলকাতায় কত?

Jul 02, 2021, 10:34 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে একাধিক মেট্রো শহরে আরও দামী পেট্রোল। দুই দিন বিরতির পর আজ ফের দাম বাড়ল। যদিও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ৪০ পয়সা। দাম বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৯.০৪ টাকায়। কলকাতায় ডিজেলের দাম ৯২.০৩ টাকা। 

2/5

দিল্লিতে ৩৫ পয়সা প্রতি লিটারে দাম বেড়েছে পেট্রোলের। বর্তমানে সেখানে পেট্রোলের দাম ৯৯.১৬ টাকা। ডিজেল এখনও পর্যন্ত ৯০ এর নীচেই রয়েছে। রাজধানীতে ডিজেলের দাম ৮৯.১৮ টাকা।

3/5

এদিকে, মুম্বইয়ের পর এবার চেন্নাইতে একশো ছুঁল পেট্রোলের দাম। বর্তমানে চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.১৩ টাকা। ডিজেল ৯৩.৭২ টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে ১০৫.২৪ টাকা প্রতি লিটার দাঁড়িয়েছে। 

4/5

দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা হয়ে গিয়েছে ৷ পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর-সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷

5/5

উল্লেখ্য, শুধুমাত্র জুন মাসেই এই নিয়ে ১৬ বার দাম বেড়েছে জ্বালানির। বর্তমানে জ্বালানির দামে শীর্ষে রয়েছে মুম্বই। ভ্যালু অ্যাডেড ট্যাক্সের জন্য রাজ্যে রাজ্যে জ্বালানির দামে পরিবর্তন হয়। প্রতিদিন সকাল ৬টায় সব চার্জ বিবেচনা করে জ্বালানির দামে বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি।