PhonePe: লোন চোকাতে ব্যাংকে কেন? পেমেন্ট অ্যাপেই সহজে মেটান! ধাপে ধাপে গাইড...

আপনার লোনের EMI পেমেন্ট করতে চান? PhonePe এটিকে সুবিধাজনক ও সরল করে তুলেছে। এখানে দেখে নিন আপনাকে এর জন্য কী করতে হবে

Apr 19, 2023, 15:33 PM IST

ভারতের বৃহত্তম পেমেন্ট অ্যাপ PhonePe, গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য একইভাবে ডিজিটাল অন্তর্ভূক্তি সক্ষম করেছে। টাকা ট্রান্সফার থেকে শুরু করে রিচার্জ, বিদ্যুৎ এবং অন্যান্য ইউটিলিটি বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স কেনা এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রে প্রতি চারজন ভারতীয়ের মধ্যে একজন PhonePe-র উপর ভরসা করেন।

 

1/5

'PhonePe’ অ্যাপ খুলুন। হোমপেজে  'Recharge and Pay Bills’ বিভাগে যান। Financial Service & Taxes বিভাগে গিয়ে  'Loan Repayment' অপশনে ক্লিক করুন

2/5

আপনার লোনের বিলার বেছে নিন

3/5

আপনার লোন অ্যাকাউন্ট নম্বর এন্টার করুন

4/5

আপনার পছন্দের পেমেন্ট মাধ্যম ব্যবহার করে আপনার পেমেন্ট সম্পূর্ণ করুন।

5/5

এই পদ্ধতিতে আপনার বিল পেমেন্ট সম্পূর্ণ হবে অত্যন্ত সহজে