দেখুন ছবিতে: বিজয়ায় রাফাল হাতে পেয়ে সনাতনী রীতি মেনে অস্ত্র পুজো রাজনাথের

Oct 08, 2019, 19:02 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান হাতে পেল ভারত। বিজয়া দশমীতে দাসোঁর কারখানায় পুজো করলেন রাজনাথ সিং। 

2/6

ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। প্রথম রাফাল হাতে পেল নয়াদিল্লি। দাসোঁর কারখানায় হন রাজনাথ সিং। 

3/6

সনাতনী রীতিতে বিজয়া দশমীর দিন অস্ত্র পুজো করার রীতি রয়েছে। সেই রীতি মেনে রাফালের পুজো করলেন রাজনাথ সিং।

4/6

রাফাল যুদ্ধবিমানের গায়ে লিখলেন ওঁ। রাখলেন নারকেল। 

5/6

চাকার তলায় রাখা হয়েছিল লেবু। রীতি অনুযায়ী, লেবু অশুভ শক্তিকে দূর করে। 

6/6

রাজনাথ সিং এদিন বলেন, 'ভারতীয় উপমহাদেশে রাফাল শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করবে বলে আশা করি।'