১০ থেকে ৩০ টাকা, প্ল্যাটফর্ম ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়াল রেল
Mar 05, 2021, 14:09 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: সর্বত্র প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল ভারতীয় রেল। ১০ টাকা থেকে ৩০ টাকা করা হল নতুন দাম। অর্থাৎ একধাক্কায় বাড়ানো হল ২০ টাকা। এই টিকিটে প্ল্যাটফর্মে থাকতে পারবেন ২ ঘণ্টা। পূর্ববর্তী নিয়ম অনুসারে, ট্রেনের টিকিট থাকলে প্ল্যাটফর্ম টিকিটে প্রয়োজন হবে না।
2/6
পাশাপাশি বাড়ছে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া। আগে সর্বনিম্ন ভাড়া ছিল ১০ টাকা। সেক্ষেত্রে বাড়ানো হল ২০ টাকা। নতুন দাম ৩০ টাকা। অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেনে উঠলেই কাটতে হবে ৩০ টাকা। এরপর দুরত্ব ভিত্তিতে বদলে যাবে ভাড়া।
photos
TRENDING NOW
3/6
দাম বাড়ানোর কারণ হিসেবে জানানো হয়েছে, করোনাকালে মানুষ যাতে বেশি যাতায়াত না করে বা প্ল্যাটফর্মে ভিড় না করে তার জন্য ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4/6
রেলমন্ত্রক থেকে যে বার্তা দেওয়া হয়েছে-
"যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় কমানোর লক্ষ্যে রেল প্রশাসন কর্তৃক গৃহীত এটি একটি সাময়িক ব্যবস্থা।"
5/6
ট্রেন পরিষেবা করোনাকালে সম্পূর্ণ স্তদ্ধ হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত ৬৫ শতাংশ ট্র্যাকে ফিরতে পেরেছে বলে জানিয়েছে রেল।
6/6
এর আগে মুম্বই শহরে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ থেকে ৫০ টাকা করে দেওয়া হয়েছিল। মূলত, মুম্বই স্টেশনের বিরাটাকার জমায়েত বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল।