বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী

Sep 23, 2018, 14:04 PM IST
1/8

'মোদী কেয়ার'

Modi_6

বিশ্বের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে যাতে চিকিত্সার সুবিধা পৌঁছতে পারে, সেই লক্ষ্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করল কেন্দ্র। 

2/8

'মোদী কেয়ার'

Modi_7

ফলে চিকিত্সার খরচের জন্য আর সাধারণ মানুষকে দেনার দায়ে সর্বস্বান্ত হতে হবে না। বিজেপির দাবি, স্বচ্ছ ভারতের পর এবার স্বাস্থ্য ভারত প্রকল্পের সূচনা হল। লোকসভা ভোটের আগে এটা হতে চলেছে 'গেমচেঞ্জার'।   

3/8

'মোদী কেয়ার'

Modi_6

নিজের হাতে সাধারণ মানুষের হাতে ই-কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের সরাসরি ফায়দা পাবেন ৫০ কোটি মানুষ।     

4/8

'মোদী কেয়ার'

Modi_5

চলতিবছর ১৫ অগাস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২৩ সেপ্টেম্বর থেকে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। 

5/8

'মোদী কেয়ার'

Modi_4

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাপ্রাপকদের দু'পাতার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। ১০.৭৪ কোটি পরিবারকে এই চিঠি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চিঠিতে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। 

6/8

'মোদী কেয়ার'

Modi_3

নীতি আয়োগের সদস্য বিনোদ পল জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রকল্পের সূচনা করলেও তা চালু হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন ২৫ সেপ্টেম্বর থেকে। 

7/8

'মোদী কেয়ার'

Modi_2

আয়ুষ্মান ভারত প্রকল্পের ৬০ শতাংশ টাকার যোগান দেবে কেন্দ্রীয় সরকার। বাকি অংশ দেবে রাজ্যগুলি।  

8/8

'মোদী কেয়ার'

Modi_1

আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনার আগে ঐতিহাসিক দিন আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী।