মাদক মামলায় জামিনে মুক্ত ভারতী সিং, ঈশ্বরের কাছে প্রার্থনা কমেডি কুইনের

Nov 27, 2020, 16:19 PM IST
1/5

বাড়ি থেকে গাঁজা উদ্ধারের পর গ্রেফতার করা হয় ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়াকে। ভারতীর মুম্বইয়ের বাড়ি থেকে মাদক উদ্ধারের পর থেকেই শুরু হয়ে যায় জোর শোরগোল। ২১ নভেম্বর ভারতীকে গ্রেফতারের পর ২৩ তারিখ জামিন পান এই জনপ্রিয় জুটি

2/5

২৩ নভেম্বর জামিনে মুক্ত হওয়ার পর জেল থেকে বের হতে দেখা যায় হর্ষ, ভারতীকে। জেল থেকে বের হতে গিয়ে ভারতী কীভাবে ভিকট্রি চিহ্ন দেখালেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে

3/5

হর্ষ, ভারতী জামিনে মুক্তি পাওয়ার পর এবার নিজর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন কমেডি কুইন 

4/5

যেখানে সিদ্ধিদাতার কাছে প্রার্থনা করতে দেখা যায় ভারতী সিংকে। হঠাৎ করে ভারতী কেন সিদ্ধিদাতার ছবি শেয়ার করলেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়

5/5

যদিও ভারতী সিং কিংবা হর্ষ লিম্বাচিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেননি