1/8
সমুদ্রের নোনা হওয়া গায়ে মেখে শুক্রবার সন্ধ্যায় ভাস্কোর তিলক ময়দানে মহাযুদ্ধে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। ২১ বছর পর গোয়ার মাটিতে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। একেবারে নতুন মোড়কে এমন কলকাতা ডার্বি অবশ্য কেউ আগে দেখেননি। প্রথমবার দর্শকশূন্য গ্যালারিতে হতে চলেছে কলকাতার দুই প্রধানের হাইভোল্টেজ মহাযুদ্ধ।
2/8
বাইচুং ভুটিয়া : আইএসএলের প্রথম ডার্বিতে আমি এটিকে মোহনবাগানকে এগিয়ে রাখব। প্রস্তুতির দিক থেকে ওরা এগিয়ে। কোচ হাবাস ভারতীয় ফুটবলে অনেকদিন ধরেই রয়েছেন। ভারতীয় এবং বিদেশি ফুটবলারদের সম্পর্কে ওনার স্পষ্ট ধারণা রয়েছে। তবে এসসি ইস্টবেঙ্গল যে খুব পিছিয়ে তা নয়। কারণ ওদের কোচ রবি ফাউলার তাঁর পরিচিত অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে দল করেছেন। ওরা ফাউলারের স্ট্র্যাটেজি সম্পর্কে ওয়াকিবহাল। ভারতীয় ফুটবলাররা কীভাবে মানিয়ে নিতে পারে সেটাই দেখার।
photos
TRENDING NOW
3/8
হোসে রামিরেজ ব্যারেটো : আইএসএলের প্রথম ডার্বি এটা। সমর্থকদের পাশাপাশি ক্লাবের কাছেও সমান গুরুত্বপূর্ণ। তবে এবার ফুটবলারদের ওপর চাপ অন্যবারের তুলনায় কম থাকবে। দ্বিতীয়বার বিষয়টা অন্যরকম হয়ে যাবে। মনে রাখতে হবে, সমর্থকরাই কিন্তু চাপের পরিবেশ তৈরি করে। আবার একজন ফুটবলারকে ভাল খেলতে উদ্বুদ্ধ করে। আর ফুটবলারদের পারফরম্যান্স তাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। দর্শকরাই বুঝিয়ে দেয় যে ম্যাচটার গুরুত্ব কতখানি। তবে যেহেতু কলকাতায় খেলা হচ্ছে না। দর্শক মাঠে থাকবে না বলে খোলা মনে ফুটবলাররা খেলতে পারবে।
4/8
বিশ্বজিৎ ভট্টাচার্য: এটিকে মোহনবাগান দলের গভীরতা রয়েছে। হাবাস একটা বড় ফ্যাক্টর। ইস্টবেঙ্গলের আছে অ্যান্থনি পিলকিংটন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে শুনেছি। খুব বুদ্ধিদীপ্ত ফুটবলার । ও এই ম্যাচে তফাৎ গড়ে দিতে পারে। তবে দুই কোচের কাছেই এটা প্রথম কলকাতা ডার্বি । তাই দুজনেই চাপে থাকবে। চাপ সামলে কে কতটা ভাল সিদ্ধান্ত নিতে পারে সেটা দেখতে হবে।
5/8
মনোরঞ্জন ভট্টাচার্য: এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। ওরা নতুন দল। কিন্তু কেমন দল সেটা কেউ জানেনা। ওদের বিরুদ্ধে ম্যাচে নেমে সমস্যায় পরতে পারে। এটা এটিকে মোহনবাগানের কাছে মাইনাস পয়েন্ট। তবে হাবাসের হাতে সেট টিম। প্রথম ম্যাচ জিতেছে। ম্যাচটা মনে হয়না একপেশে হবে। ফাউলার এই দলের বিদেশিদের নিজে বাছাই করেছেন। আইএসএলে তো যে দলে ভালো বিদেশি ফুটবলার আছে তারাই সাফল্য পাবে।
6/8
মানস ভট্টাচার্য: আজকের ডার্বিতে এটিকে মোহনবাগান হারলে অবাক হব। প্রথম ম্যাচ খেলে ফেলেছে। ছন্দে আছে। বরং ইস্টবেঙ্গলের পক্ষে প্রথম ম্যাচে বাজিমাত্ করাটা বেশ চাপের। তবে মাঘোমা, পিলকিংটন ভালো মানের ফুটবলার। পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে অঘটন ঘটিয়ে দিতে পারে। আবার শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে গোল পেয়ে গেলে রক্ষণাত্মক হয়ে যায় হাবাস। এটা আমরা জানি। কিন্তু ফাউলারের স্টাইল আমাদের জানা নেই। ফুটবলার হিসেবে ভাল ছিলেন, তার মানে এই নয় যে কোচ হিসেবে ভাল হবে তবে মোহনবাগানের রয় কৃষ্ণা আর উইলিয়ামসের সঙ্গে লড়াই হবে স্কট নেভিল ও ড্যানি ফক্সের।
7/8
8/8
শঙ্করলাল চক্রবর্তী: ইস্টবেঙ্গলের উপর চাপ থাকবে না । ফাউলার বেশি দিন দল নিয়ে প্রস্তুতি নিতে পারেনি। প্রত্যাশার চাপ নিতে হবে না। বিপক্ষের খেলা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এটিকে মোহনবাগানের শক্তি-দুর্বলতা তাঁর খাতায় লেখা হয়ে গেছে। এসসি ইস্টবেঙ্গলের নতুন সেট পিস কোচ এনেছে। এটা বড় ব্যাপার। ভারতীয় ফুটবলে এরকম দেখা যায়নি কিন্তু। সেট পিস বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমার মনে হচ্ছে এসসি ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে।
photos