"নিজেকে বাঁচাতে ধরনায় মুখ্যমন্ত্রী? লাল ডায়েরি আর পেনড্রাইভ কার কাছে?"

Feb 04, 2019, 14:11 PM IST
1/7

বাংলায় সাংবিধানিক ব্যাবস্থা ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে ইমার্জেন্সি চালাচ্ছে। কলকাতায় এসে বিজেপির রাজ্য দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর।

2/7

তবে রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মন্তব্য, "আমরা যা করি তা বলি না।" কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

3/7

সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে। "দলের মন্ত্রী, সাংসদ, নেতারা যখন গ্রেফতার হন, তখন তো ধরনায় বসেননি মমতাদি? তবে কী লোকাতে চাইছেন? কাকে বাঁচাতে চাইছেন? নিজেকে?" প্রশ্ন ছোঁড়েন জাভরেকর।

4/7

তিনি বলেন, "ধরনা কলকাতা পুলিস কমিশনরের জন্য, মুখ্যমন্ত্রী ধন্য? ভারতের ইতিহাসে প্রথম।"

5/7

"লাল ডায়েরি আর পেন্ড্রাডাইভ কার কাছে? পুলিস কমিশনারের কাছে ?" সে প্রশ্নও তোলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

6/7

জাভরেকর আরও বলেন, চিটফান্ড নিয়ে এই মামলা করেছিল কংগ্রেস। তার ভিত্তিতেই এই তদন্ত । অথচ ধরনায় রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করায় কটাক্ষ করেন তিনি।

7/7

সাংবাদিক বৈঠকে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেন," আমরা এখনই রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা ৩৫৬ ধারা  চাইছি না। সময় আছে।"