৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

Mar 24, 2018, 16:56 PM IST
1/5

PIC 1

৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

২০০৯ সালের ৩ মার্চ, করাচির গদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার টিম বাসের ওপর হামলা চালায় জঙ্গিরা। সেদিন ক্রিকেটারদের মাঠ থেকে হেলিকপ্টারে করে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

2/5

PIC 2

৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর  থেকেই পাকিস্তানে নিষিদ্ধ হয় আন্তর্জাতিক ক্রিকেট। ৯ বছর পর আবার আইসিসি-র থেকে আন্তর্জাতিক ম্যাচ করার অনুমতি পেয়েছে পাকিস্তান। তারই মহড়া এবার হবে পিএসএলে। 

3/5

PIC 3

৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

২০০৯ সালের পর আবার গদ্দাফি স্টেডিয়ামে বসতে চলেছে ক্রিকেটের আসর। ৯ বছর পর ২৫ মার্চ, রবিবার পাকিস্তান সুপার লিগের ফাইনাল হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।  

4/5

PIC 4

৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

পিএসএলের ফাইনালে রবিবার সংস্কার হওয়া গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমি।  

5/5

PIC 5

৯ বছর পর ক্রিকেট ফিরছে করাচির গদ্দাফি স্টেডিয়ামে

কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম চত্বর।