1/5
2/5
photos
TRENDING NOW
3/5
একসময় এই পিয়ানোটি স্থানান্তরিত হয়। জোড়াসাঁকো থেকে বেরিয়ে এই পিয়ানো পৌঁছে যায় রবি ঠাকুরের সাধের বিশ্বভারতীতে। পরবর্তীকালে কবির কাছ থেকে এই পিয়ানোটি পান প্রখ্যাত সংগীতশিল্পী ও বিশ্বভারতীর ছাত্র সন্তোষ সেনগুপ্ত। তবে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করতে না পারায় তিনি মৃত্যুর আগে পিয়ানোটি দান করে দেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠকে।
4/5
5/5
দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সারানো হচ্ছে পিয়ানোটিকে। কবি ঠাকুরের হাতের ছোঁয়া পাওয়া সেই পিয়ানো আবার ফিরে এসেছে কলকাতায়। মারকুইস স্ট্রিটে টনি ব্রেগেঞ্জার ওয়ার্কশপে পিয়ানোটিকে সারানোর কাজ চলছে। কঠিন কাজ, তবে চ্যালেঞ্জটা নিয়েছেন টনি। তাঁর লোক গিয়ে দেখেশুনে গোটা পিয়ানোটিকে পুরুলিয়া থেকে নিয়ে এসেছে। ইতিহাসে প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে, তবে ধৈর্য ধরে আরও অপেক্ষা করতে হবে দীর্ঘ কয়েক মাস।
photos