রাহুল দ্রাবিড়কে দেখে শিখেছে পাকিস্তান, স্বীকার করল নিজেরাই

| Feb 13, 2019, 18:32 PM IST
1/5

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

রাহুল দ্রাবিড়কে দেখে শিখেছে পাকিস্তান। সেটাও তারা নিজেরাই স্বীকার করে নিল। কোনও রাখঢাক না রেখে। 

2/5

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এক সাংবাদিক বৈঠকে জানান, তাঁর দেশের ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়ের থেকে অনুপ্রেরণা নিয়েছে। আর তাই তারাও এবার রাহুল দ্রাবিড়ের খোঁজে নামছে। 

3/5

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

এহসান মানি বলছিলেন, ''রডনি মার্শ, অ্যালান বর্ডার, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারদের সঠিকভাবে কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। একইভাবে রাহুল দ্রাবিড়কে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট সঠিকভাবে কাজে লাগিয়েছে ভারত। আর দ্রাবিড় নিজের মতো করে প্রতিভা অন্বেষণ করেছে। ভারতীয় ক্রিকেটও ওর অসামান্য অবদান রয়েছে। দ্রাবিড়কে দেখে আমরা শিখছি। এবার আমরাও দেশের প্রাক্তন ক্রিকেটারদের সঠিকভাবে কাজে লাগানোর চিন্তা-ভাবনা শুরু করেছি।''

4/5

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

পিসিবি চেয়ারম্যান আরও বলছিলেন, ''ন্য়াশনাল ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে প্রাক্তন ক্রিকেটারদের জুড়ে আমরাও প্রতিভা তুলে আনার কাজটা সফলভাবে করতে চাইছি। ভারতে যেমনভাবে দেশি ও বিদেশি কোচদের একসঙ্গে কাজে লাগিয়ে সাফল্য আসছে, এবার আমরাও সেই পদ্ধতি অনুসরণ করার কথা ভাবছি।'' 

5/5

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

দ্রাবিড়কে অনুপ্রেরণা মনে করছে পাকিস্তান

প্রসঙ্গত, ইতিমধ্যে মহম্মদ ইউসুফকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ হিসাবে বেছেছে পাক বোর্ড। এবার দেখার পাকিস্তানে কে রাহুল দ্রাবিড়ের মতো কোচ হয়ে ওঠেন। যিনি কি না তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনতে পারবেন!