অবশেষে স্বস্তির কালবৈশাখী দক্ষিণবঙ্গে, কিছুক্ষণের মধ্যেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

Apr 21, 2019, 18:09 PM IST
1/6

বাংলা বছরে দক্ষিণবঙ্গে প্রথম হানা কালবৈশাখীর। রবিবার বেলা ১২টার পর থেকে পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টির দাপট।

2/6

পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া-সহ বীরভূমের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে ইতিমধ্যেই বয়ে গিয়েছে প্রবল ঝড়, শুরু হয়েছে শিলাবৃষ্টি। 

3/6

আর কিছুক্ষণের মধ্যেই ঝড়-বৃষ্টি শুরু হতে চলেছে মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। 

4/6

বৈশাখের শুরু থেকেই লাফিয়ে চড়েছে তাপমাত্রার পারদ, সঙ্গে অস্বস্তি বাড়িয়েছে  আপেক্ষিক আদ্রতা।

5/6

এর আগে কালবৈশাখীর পূর্ভাবাস থাকলেও গত কয়েকদিনে বিমুখ ছিলেন বরুণ দেব। এবার শহরবাসি মিলবে সাময়িক স্বস্তি। ইতিমধ্যেই একাধিক জায়গায় শিলাবৃষ্টির খবর মিলেছে। 

6/6

কলকাতায় ঘণ্টাখানিকের মধ্যে ঝড়-বৃ্ষ্টির সম্ভাবনা।