Raj-Subhashree: বিবাহবার্ষিকীতে রাজের খোলা চিঠি, উত্তরে শুভশ্রী লিখলেন...

Raj-Subhashree: পাঁচ বছর আগে আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়াতেই স্ত্রীকে খোলা চিঠি লিখলেন পরিচালক। সেই চিঠিতেই উঠে এল তাঁদের প্রেম জীবনের কাহিনী।

| May 11, 2023, 21:00 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকাল রাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। পাঁচ বছরের বিবাহবার্ষিকী বলে কথা!  

2/5

বৃহস্পতিবার রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পঞ্চম বিবাহবার্ষিকী। পরিচালক সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের উদ্দেশ্যে লিখলেন প্রেমপত্র।  

3/5

রাজ লিখেছেন, ‘বিশ্বাস করতে পারি না যে ইতোমধ্যেই পাঁচ বছর কেটে গেছে। মনে হয় এই তো সেদিন তুমি আমার জীবনে আশীর্বাদ ও একরাশ আনন্দ নিয়ে এলে।’  

4/5

তিনি আরও লেখেন, ‘আমাকে সহ্য করার জন্য, সাপোর্ট করার জন্য, আমার সব অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমার জীবনের সেরা বছরগুলো। তোমাকে অনেক ভালোবাসি।’  

5/5

রাজের প্রেমমাখা পোস্টে কমেন্টে শুভশ্রী লেখেন, ‘আমি সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি।’