1/5
2/5
কী আলোচনা হল দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতির ওপরে জোর দিয়েছেন রাজনাথ। ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই ভালো। সাংস্কৃতিক, ভাষগত দিক থেকেও দুদেশের মধ্য সম্পর্ক বহু পুরনো। সেই সম্পর্কের আরও উন্নতি কীভাবে করা যায় তা নিয়েই দুই নেতার মধ্যে কথা হয়েছে।
photos
TRENDING NOW
3/5
ভারত বরাবরই আফগানিস্থানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। সেই সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায় তা দুই নেতার আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি, ভারত উপমহাদেশ-সহ আফাগানিস্থানের শান্তি প্রতিষ্ঠা নিয়েও কথা হয়েছে। আফগানিস্থানের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে ভারত ইরানের দুই সমুদ্র বন্দর-চারবাহার ও বন্দ আব্বাসকে ব্যবহার করে পারে। এনিয়ে দুই নেতার মধ্যে কথা হতে পারে। পাশাপাশি আফগানিস্থানের শান্তি ইরানেরও কাম্য। ফলে আলোচনায় স্থান পেয়েছ সেটিও।
4/5
5/5
photos