Swachh Sujal Shakti Samman: নদিয়ায় জল সংরক্ষণ সচেতনতায় মশাল মিছিল, মানববন্ধন

Mar 06, 2023, 22:20 PM IST
1/7

অনুপ দাস ও সোমা মাইতি: বসন্তের গোধূলি বেলায় মশাল জ্বালানো হল নদিয়ার মাজদিয়ায়। সঙ্গে মানবন্ধনও! বার্তা, জলই জীবন। সচেতনতা প্রসারে মশাল হাতে মিছিলে হাঁটলেন মহিলারা। 

2/7

 রাজ্যে জল জীবন মিশন প্রকল্পে প্রথম স্থানে নদিয়া। পানীয় জল, রান্নার দল এখন পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে। মহিলারা যেমন উপকৃত হয়েছেন, তেমনি কমেছে জলবাহিত বিভিন্ন রোগের প্রকোপও।

3/7

নদিয়া জল জীবন মিশনের কাজ পরিদর্শন করতে এসে দরাজ সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় দল। ডিসেম্বরের মধ্যেই জেলায় নলবাহিত বিশুদ্ধ জল পৌঁছে যাবে ১২ লক্ষ ৪৫ হাজার বাড়িতে।

4/7

 কীভাবে? নদিয়ায় জল-জীবন মিশনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারাই। স্রেফ আশাকর্মী, পঞ্চায়েত প্রধান বা সদস্যরা নন, এই কাজে এগিয়ে এসেছে স্কুলের ছাত্রীরাও।

5/7

আগামী বৃহস্পতিবার, আন্তর্জাতিক নারীদিবস। নদিয়ার মাজদিয়া পঞ্চায়েত এলাকার জল সংরক্ষণের অঙ্গীকার করলেন মহিলারা।

6/7

গ্রামে জল বাঁচাও কমিটি গড়েছেন মহিলারা। জল সংরক্ষণে সচেতনতার প্রসার তো বটেই, পাইপলাইন রক্ষণাবেক্ষণে নজরদারি চালান কমিটির সদস্যরা।

7/7

এই কাজের স্বীকৃতিতে ৯ মহিলাকে দেওয়া হল স্বচ্ছ সজল শক্তি সম্মান, ২০২৩। সঙ্গে মশাল মিছিল, মানববন্ধন। লক্ষ্য, এ বছরেরই মধ্যে নদিয়াকে  সজল জেলা ঘোষণা।