জানা যাচ্ছে তেলুগু ও মাড়োয়ারি রীতি মেনেই প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।
7/10
গায়ে হলুদের অনুষ্ঠান প্রসঙ্গে মাহিকার ভাই বান্টি বাজাজ জানান, 'এটা ছোট্ট একটা অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র পরিবারের সদস্যরাই রয়েছেন। রানা-র পরিবারের কিছু লোকজনও রয়েছেন।' ''
8/10
গত মে মাসেই বাগদান পর্ব সম্পন্ন হয় রানা দগ্গুবাতি ও মাহিকা বাজাজের। বুধবার রানা-মাহিকা টুইটারে ট্রেন্ডও করে। প্রসঙ্গত, মাহিকা নিজে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান। যার নাম 'ডিউ ড্রপ ডিজাইন স্টুডুও'।
9/10
দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে খবর, মাত্র ৩০ জন অতিথি নিয়ে সম্পন্ন হবে রানা ও মাহিকার বিয়ের অনুষ্ঠান। করোনার প্রকোপে বিশেষ ঘটা করে বিয়ের আয়োজন করা হচ্ছে না।
10/10
মাহিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এর আগে রানা বলেন, ''আমার মনে হয়ছে, আমাদের এবার বিয়ে করা উচিত। মাহিকা আমার বাড়ির থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে থাকে। এখন জীবনে সবকিছুই ঠিকঠাক চলছে, তাই আমিও এভাবেই চলতে দিচ্ছি। ৮ অগস্ট আমি বিয়ে করছি মাহিকাকে। সবকিছু সুন্দরভাবেই এগোচ্ছে। ''