কুমোর পাড়া এবং 'রং-মাটির পাঁচালি', দেখুন ছবিতে

Apr 15, 2019, 16:49 PM IST
1/9

ভাবছেন কোনও প্যান্ডেলের থিম? না একেবারেই তা নয়। এটা কুমোরপাড়ার ছবি।

2/9

নববর্ষে রঙে রঙে সেজে উঠেছে কুমোরটুলি। 

3/9

একটি বেসরকারি সংস্থা এবং কুমোরটুলির মৃৎশিল্পীদের তৈরি সংগঠন কুমোরটুলি আর্ট ফোরামের উদ্যোগে রবিবার শুরু হয়েছে 'রং-মাটির পাঁচালি'-এই কার্নিভ্যাল। 

4/9

লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিন তথা ওয়ার্ল্ড আর্ট ডে এবং বাংলা নববর্ষ উদযাপন করতেই এই উদ্যোগ। 

5/9

প্রায় ৩০ জন শিল্পী চিরাচরিত মূর্তি ও প্রতিমা তৈরির বাইরে এসে নানান শিল্পকর্মের মধ্যে দিয়ে সাজিয়ে তুলেছেন কুমোরটুলি। 

6/9

চলছে মানুষের সমাগম। সোশাল সাইটে এই ছবির চোখে পড়েছে অনেকেরই।

7/9

রঙ হাত লাগিয়েছেন আর্টের পড়ুয়া একাধিক কমবয়সি ছাত্রছাত্রী।

8/9

এটাই প্রথম বছর। উদ্যোক্তারা জানাচ্ছেন পরেও ফের এমন কার্নিভ্যালের ইচ্ছে রয়েছে। 

9/9

যাঁরা প্রতিদিন প্রাণ সঞ্চার করেন হাজারও মাটির মূর্তিতে, আজ তাঁদের চারপাশও ভরে গিয়েছে রঙে রঙে।