Rash Purnima: জেনে নিন কবে রাসপূর্ণিমা, কখন শুরু শুভসময়, কী এই রাসের বিশেষ অর্থ-তাৎপর্য...

Rash Purnima|satyanarayan puja: সামনেই রাসপূর্ণিমা। এই রাস বৈষ্ণবীয় ভাবধারার অতি গুরুত্বপূর্ণ উৎসব। দর্শন ও আধ্যাত্মিকতার মিশ্রণে এ এক অতি গুরুত্বপূর্ণ আয়োজন।

| Nov 25, 2023, 17:46 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই রাসপূর্ণিমা। এই রাস বৈষ্ণবীয় ভাবধারার অতি গুরুত্বপূর্ণ উৎসব। দর্শন ও আধ্যাত্মিকতার মিশ্রণে এ এক অতি গুরুত্বপূর্ণ আয়োজন। শ্রীকৃষ্ণ অধ্যাত্মজীবনের গভীর অর্থ প্রকাশ করেন এই লীলার মাধ্যমে। 

 

1/7

চিত্তশুদ্ধি

শ্রীকৃষ্ণের এই রাসলীলা তাঁর গোপিনীদের সঙ্গে। এই লীলার মধ্যে দিয়ে ভক্তের চিত্তশুদ্ধি করেন ভগবান। 

2/7

জাগতিক ক্লেশ দূর

শ্রীকৃষ্ণ জাগতিক ক্লেশ দূর করে এদিন মুক্তি দেন তাঁর ভক্তদের। এই উদযাপনকে কেন্দ্র করেই রাস উৎসব। 

3/7

কার্তিক পূর্ণিমা

রাসপূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমা পড়ছে আগামী ৯ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর। 

4/7

বিষ্ণুপূজা

এই পূর্ণিমাটিতে ভগবান বিষ্ণুকে পূজা করা হয়। এই পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত করা হয়। ভক্তেরা এদিন উপবাস করে নারায়ণ পুজো করেন।

5/7

পূর্ণিমাতিথি

জেনে নিন, কখন শুরু হচ্ছে রাস পূর্ণিমা তিথি। পূর্ণিমা শুরু হচ্ছে ৯ অগ্রহায়ণ ২৬ নভেম্বরে, রবিবার বিকেল ৩টে ৫৩ মিনিটে। 

6/7

সোমবার ২৭ নভেম্বরে

এই তিথি শেষ হচ্ছে পরদিন সোমবার ১০ অগ্রহায়ণ ২৭ নভেম্বরে, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। 

7/7

সূর্যপূজা

এদিন সত্যনারায়ণ পুজো উপলক্ষে ঘরদোর ধোয়ামোছা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ভোর ভোর স্নান করে নেওয়াই কাম্য। তারপর সূর্যপূজা বিধি।