প্লাজমা দান করবেন তবলিঘি জামাতের মুসলিমরা, রমজানের প্রথম দিনেই ৩০০ জন রাজি

Apr 27, 2020, 20:33 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কেজরিওয়াল বলেছিলেন, " সবাই এগিয়ে আসুন, এসে প্লাজমা দান করুন। একজন হিন্দুর গুরুতর অবস্থায় একজন মুসলিমের প্লাজমা বাঁচাতে পারে আবার একজন মুসলিমকে একজন হিন্দুর প্লাজমা বাঁচাতে পারে।" এই ঘোষণার একদিন পরেই তবলিঘি জামাতের সঙ্গে সম্পর্কিত করোনা আক্রান্ত মুসলিমরা জানালেন, তাঁরা প্লাজমা দান করতে রাজি।

2/5

জামাতের প্রধান মৌলানা সাদ কান্ধাভলি সকলের কাছে আবেদন করেছেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মুসলিম ধর্মাম্বলীরা যেন দেশের স্বার্থে প্লাজমা দান করেন।  

3/5

রমজানের প্রথম দিনেই প্রায় ৩০০ জন মুসলিম প্লাজামা দান করতে রাজি হয়েছেন। তাঁদের মধ্যে ১৯০ জন নারেলার, ৫১ জন সুলতানপুরের এবং ৪২ জন মাঙ্গোলির।

4/5

তবে রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে প্লাজমা প্রদানকারীদের সম্মতিপত্রে সই করিয়ে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।

5/5

একজন সপ্তাহে সর্বোচ্চ ২ বার প্লাজমা দান করতে পারবেন। এবং সেই ব্যক্তিরা সুস্থ হওয়ার অত্যন্ত ২৮ দিন পরে প্লাজমা দান করতে পারবেন। প্লাজমা ব্যবহারের আগে করোনা প্রদানকারীর ব্যক্তি করোনা পরীক্ষার নেতিবাচক ফল এলেই তারপর তাঁরা প্লাজমা দান করতে পারবেন। একজন ব্যক্তি এক বছরে সর্বোচ্চ ২৪ বার প্লাজমা দান করতে পারবেন।