আমফান বিধ্বস্ত শহরে শুরু হল রিপ্লান্টেশন, ওষুধ প্রয়োগ করে পুনরায় বাঁচিয়ে তোলা হবে গাছ

Jun 14, 2020, 21:42 PM IST
1/5

সুকান্ত মুখোপাধ্যায়: ওষুধ প্রয়োগে করেই কোন গাছকে ফের বাঁচিয়ে তোলা যাবে তা বাছাই হয়ে গিয়েছিল আগেই। রবিবার পুনর্জন্মের আশায় ওষুধ প্রয়োগ করা হল সেইসব গাছে। 

2/5

রিপ্লান্টেশন। একটা গাছকে নবজন্ম দেওয়া। কাজটা একেবারেই সহজ নয়। দীর্ঘ একটা প্রক্রিয়া। আমফান গোটা শহরটাকে লন্ডভন্ড করে দেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েন গাছ পাগল একদল তরুণ-তরুণী।  

3/5

প্রথমে নানা এলাকায় ঘুরে ঘুরে খোঁজা হয় এমন সব গাছ, যেগুলি বাঁচানো সম্ভব অর্থাত্‍ শিকড়ের সঙ্গে মাটির যোগ রয়েছে।  

4/5

শনিবার শিকড় থেকে ৪-৫ ফুট উঁচু পর্যন্ত অংশ কেটে ফেলা হয়। এরপর গাছ পোঁতার জন্য খোঁড়া হয় আরও গভীর গর্ত। রবিবার শিকড়ের অংশে নতুন করে ওষুধ লাগানো হয়। দেওয়া হয় সার। 

5/5

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণভাবে গাছ যত সময়ে বড় হয়, তার থেকে এধরণের গাছ আরও তর তর করে বাড়ে। ১৪ থেকে ১৫ দিনের মধ্যেই নতুন পাতা গজায় নবজন্ম পাওয়া গাছে।