বাঙালির 'অপু' চিরকালীন অমর

May 04, 2021, 21:16 PM IST
1/9

দীর্ঘ ৬০ বছর পরে বাঙালির জীবনে আবারও অপুর আগমন।  অপু বাঙালির কাছে এক নস্টালজিয়া।  বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন।  

2/9

পথের পাঁচালী', 'অপরাজিত', 'অপুর সংসার' নিয়ে অপু ট্রিলজি বাঙালির মনে চিরকালীন থেকে যাবে। 'অভিযাত্রিক' ছবিতে অপু চরিত্রে অর্জুন চক্রবর্তীকে এবং দিতিপ্রিয়া রায়কে অপুর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে। 

3/9

 কোথাও যেন আপামর বাঙালির জীবনের সঙ্গে অপুর জীবনের মিল রয়েছে তাই বাঙালির  চিরকালীন  আবেগ অপু।   

4/9

সারাজীবন লড়াই করে মাথা উঁচু করে থাকা অপুর জীবন সংগ্রামের, সেই সংগ্রামই যেন কাজলেরও জীবনে, শুরুতেই তার মায়ের মৃত্যু।

5/9

 ছবিতে অপু তাঁর গ্রামের মায়া ত্যাগ করে শহরে থাকতে যাবে।

6/9

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে।  

7/9

 ছবিতে অপু তাঁর গ্রামের মায়া ত্যাগ করে শহরে থাকবে।

8/9

এই ছবিতে অপু ভ্রমণে বেরোবে, অপুর জীবনের এই নতুন অধ্যায় নিয়েই 'অভিযাত্রিক' ছবি।

9/9

'অপুর সংসার'-এর ৬২ বছর  ও সত্যজিৎ-এর  জন্ম শতবার্ষিকী হিসেবে এই ছবি।  শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 'অভিযাত্রিক', অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী ,  দিতিপ্রিয়া রায়, শ্রীলেখা মিত্র।