RG Kar Incident | Sanjoy Roy: নারকো টেস্ট 'সংবিধান বিরোধী'! দিতে চায়নি সঞ্জয়, সম্মতি আদালতেরও...

Kolkata Doctor rape and murder case: সঞ্জয় রায় টেস্টের অনুমোদন দিতে অস্বীকার করেছে। উল্লেখ্য, একাধিক রায়ে উল্লেখ আছে নারকো টেস্ট সংবিধান বিরোধী। এটা একজন নাগরিকের ফান্ডামেন্টাল অধিকারের বিরুদ্ধে। 

Sep 13, 2024, 16:31 PM IST
1/6

নারকো বাতিল সঞ্জয়ের

Sanjay Roy Narco Test

পিয়ালি মিত্র: আদালতে সঞ্জয় রায়ের নারকো সংক্রান্ত Consent Form খুললেন বিচারক। নারকো দিতে অস্বীকার করেছে আরজি কর    কাণ্ডের একমাত্র অভিযুক্ত সঞ্জয়।   

2/6

নারকো বাতিল সঞ্জয়ের

Sanjay Roy Narco Test

সিবিআই পিপি নারকো টেস্টের জন্য আবেদন করে সঞ্জয় রায়ের। কনসেন্ট শুনানি হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর কোর্টে।কনসেন্টের স্টেটমেন্ট খোলা হয় আদালতে। লিগ্যাল এইড এবং সিবিআই আইনজীবীকে দেখানো হয়।   

3/6

নারকো বাতিল সঞ্জয়ের

Sanjay Roy Narco Test

সঞ্জয় রায় টেস্টের অনুমোদন দিতে অস্বীকার করেছে। উল্লেখ্য, একাধিক রায়ে উল্লেখ আছে নারকো টেস্ট সংবিধান বিরোধী। এটা একজন নাগরিকের ফান্ডামেন্টাল অধিকারের বিরুদ্ধে। যদি না সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন না নেওয়া হয়। 

4/6

নারকো বাতিল সঞ্জয়ের

Sanjay Roy Narco Test

আরজি কর-কাণ্ডের তদন্তে পলিগ্রাফের পর ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের নারকো টেস্টের পরিকল্পনা করে সিবিআই। শিয়ালদহ আদালতে অনুমতি চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

5/6

নারকো বাতিল সঞ্জয়ের

Sanjay Roy Narco Test

নির্যাতিতার শরীরের ক্ষতচিহ্নের সঙ্গে কামড়ের নমুনা মিলিয়ে দেখার জন্য বৃহস্পতিবারই ধৃত সঞ্জয় রায়ের 'টিথ ইম্প্রেসন' নিয়েছে সিবিআই। 

6/6

নারকো বাতিল সঞ্জয়ের

Sanjay Roy Narco Test

মৃত নির্যাতিতার শরীরে যে বেশকিছু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে তা আগেই জানা গিয়েছিল।পোস্টমর্টেম রিপোর্টে বলা ছিল দেহে আঘাতের চিহ্ন ছিল, ছিল ক্ষতও। এর আগে সিএফএসএল বিশেষজ্ঞদের মত ছিল, কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের।