কে Ritika Phogat, 'দঙ্গল' খ্যাত গীতা-ববিতার সঙ্গে কী তাঁর সম্পর্ক?

Mar 18, 2021, 15:41 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: মারা গিয়েছেন রীতিকা ফোগাত। সেই খবর চর্চিত হচ্ছে  দিদি গীতা এবং ববিতা ফোগাতের নামের উপর ভর করে। ফাইনালে জিতে শীর্ষে পৌঁছাতে না পেরে আত্মহত্যা করেছেন রীতিকা। কিন্তু এর নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে? কেন তাঁর হেরে যাওয়া এতটা খুড়ে খুঁড়ে খেল তাঁকে!

2/8

বাড়ির দুই দিদি শীর্ষে পৌঁছে গিয়েছেন। তারা কুস্তিগীর হিসেবে পরিচিত মুখ। কিন্তু রীতিকা? সেও এগোচ্ছিল। কিন্তু ১ পয়েন্টের জন্য হার থমকে দিল তাঁর জীবনকে

3/8

মৃত্যুকালে রীতিকা ফোগাতের বয়স হয়েছিল ১৭। দঙ্গল খ্যাত গীতা ববিতার বোন রীতিকা। দঙ্গল ছবির জন্য পরিচিত হয়েছিল ফোগাত পরিবার। রীতিকা স্টেট লেভেল, সাব জুনিয়র, জুনিয়র ওমেন, এবং মেন রেসলিং টুরনামেন্ট খেলে ধীরে ধীরে শীর্ষে  পৌঁছাচ্ছিল। 

4/8

কিন্তু ১৪ তারিখের টুরনামেন্টে হারতে হয় তাঁকে। ফাইনালে পৌঁছে হেরে যায় সে। মহাবীর ফোগাত স্পোর্টস অ্যাকাডেমিতেই অনুশীলন করতেন রীতিকা। 

5/8

এরপর ১৫ মার্চ নিজের ওরনা দিয়ে ফ্যানের সঙ্গে বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয় সংবাদ সুত্রে খবর।      

6/8

রীতিকা গীতা ও ববিতা ফোগাতের মামাতো বোন।   

7/8

ফোগাতরা ৪ বোন। গীতা, ববিতা, ঝতু এবং সঙ্গীতা। দঙ্গল সিনেমার কারণে এই চার জন পরিচিত মুখ হয়ে ওঠে। তখন কোথাও রীতিকা ফোগাতের প্রসঙ্গ আসেনি। জানা গিয়েছে, অলিম্পিকে খেলার ইচ্ছা ছিল রীতিকার।  

8/8