গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিংয়ে। এর ফলে আজ ধস নেমেছে বিজনবাড়ির আরুবোতায় মৌজা গ্রাম প্ঞ্চায়েত এলাকায়।
photos
TRENDING NOW
3/5
ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে আটকে পড়েছে ওই এলাকার ৩০টি পরিবার।
4/5
বিজনবাড়ি ছাড়াও ধসে রাস্তা বন্ধ হয়েছে রামবিখোলা রোডেও। ইতিমধ্যেই ওইসব এলাকায় জেসিবি নিয়ে গিয়ে ধস সরানোর কাজ শুরু হয়েছে।
5/5
এদিকে, বিজনবাড়ি ও রামবিখোলার ধসের কথা মাথায় রেখে এলাকার মানুষজন ও পর্যটকদের সতর্ক করতে শুরু করেছে পুলিস। কারণ টানা বৃষ্টিতে অন্যান্য এলাকাতেও ধস নামতে পারে বলে জানাচ্ছে প্রশাসন।