JK Landslide: বানিহাল টানেলের কাছে ভয়ংকর ধসে বন্ধ জম্মু-কাশ্মীর সড়ক, আটকে বহু বাঙালি পর্যটক

Mar 31, 2024, 20:19 PM IST
1/5

গতরাতে প্রবল ধসে বেহাল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ধস নেমেছে রামবন ও বানিহাল টানেলের কাছাকাছি মেহের কাফেটেরিয়া মোড়ে। রাতে ধস নামলেও সকালেও পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর ও কাদামাটি গড়িয়ে পড়ছে রাস্তায়।-তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য  

2/5

ধসের ফলে রাস্তার একটি বড় অংশে পাথর ও মাটিতে ভরে গিয়েছে। ফলে কাশ্মীর ও জম্মু থেকে আসা বহু যানবাহন আটকে পড়েছে। পাহাড় থেকে ছিটকে আসা পাথরের আঘাতে ক্ষতিগ্রাস্থ হয়েছে বহু ট্রাক। গতকাল রাতে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে রাস্তা কাদামাটিতে ভরে গিয়েছে। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য

3/5

এদিকে, পর্যটনের সময় হওয়ার দরুণ আটকে পড়েছেন বহু পর্যটক। এদের মধ্যে বহু বাঙালি পর্যটকও রয়েছেন। তারা এখন ফিরতেও পারছেন না আবার এগোতেও পারছেন না। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য

4/5

পরিস্থিতি বিচার করে আগামিকাল সোমবার ভোর ৪টে থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত মেরামতির জন্য সমস্ত ভারী গাড়ি চলাচল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে জম্মু-কাশ্মীর পরিবহন দফতর। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য  

5/5

 জম্মু ও কাশ্মীরের মানুষজনকে জানিয়ে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের মধ্যে যাতায়ত আপাতত বন্ধ। তারা যেন না যান। উদ্ধারকাজ যেভাবে এগোবে সেভাবেই যানবাহন ছাড়া হবে। -তথ্য-কমলাক্ষ ভট্টাচার্য