ব্যবসায় মন্দা! ভারতের বাজারে আর পাওয়া যাবে না Royal Enfield-এর এই মডেল

Nov 21, 2019, 20:35 PM IST
1/5

Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

 Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

ব্যবসায় মন্দা। তাই এবার ৫০০ সিসির মডেল বন্ধ করতে চলেছে Royal Enfield. চলতি বছর বিক্রি কমেছে রেকর্ড হারে। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সংস্থার কর্তাদের। 

2/5

Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

 Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

Bullet 500, Classic 500 এবং Thunderbird 500-র মতো মডেলগুলি ভারতের বাজার থেকে তুলে নিতে পারে  Royal Enfield.

3/5

Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

 Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

২০২০ এপ্রিল থেকে Bs6 ইঞ্জিন বাধ্যতামূলক হতে চলেছে যে কোনও বাইকের ক্ষেত্রে।  Royal Enfield-এর ৫০০সিসির বাইকগুলি Bs6-এ আপগ্রেড করতে হলে খরচ পড়ে যাবে অনেকটা বেশি। যার জন্য সংস্থার তরফে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে। 

4/5

Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

 Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

ইতিমধ্যে  Royal Enfield-এর ৫০০ সিসির মডেলগুলির বিক্রি রেকর্ড হারে কমেছে। তবে সংস্থার তরফে এর আগে জানানো হয়েছিল, তারা ৬৫০ সিসি মডেলগুলির উপর জোর দিচ্ছে। 

5/5

Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

 Royal Enfield ৫০০ সিসি বন্ধ হতে পারে

 Royal Enfield ৩৫০ সিসির মডেলগুলি আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। ৩৫০ সিসির মডেলগুলিতে একাধিক পরিবর্তন আনছে  Royal Enfield.