সেনার সম্মানে জবরদস্ত বাইক লঞ্চ করল এনফিল্ড, দেখে নিন খুঁটিনাটি

Aug 29, 2018, 22:10 PM IST
1/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_1

ভারতীয় সেনার সঙ্গে এই বাইকের সম্পর্ক ৬৫ বছর। সেই উপলক্ষে ক্লাসিক সিরিজের নতুন বিশেষ এডিশনের বাইক প্রকাশ করে সেনাকে সম্মান জানাল রয়্যাল এনফিল্ড। দুটি রঙে মিলছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিঙ্গলস এডিশন। 

2/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_2

ভারতীয় সেনার সঙ্গে এই বাইকের সম্পর্ক ৬৫ বছর। সেই উপলক্ষে ক্লাসিক সিরিজের নতুন বিশেষ এডিশনের বাইক প্রকাশ করে সেনাকে সম্মান জানাল রয়্যাল এনফিল্ড। দুটি রঙে মিলছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিঙ্গলস এডিশন। 

3/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_3

ভারতীয় সেনাবাহিনীর থেকে অনুপ্রেরণা নিয়ে মডেলটি তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থার। 

4/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_4

এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিঙ্গলস এডিশনের দাম (এক্স শো রুম, চেন্নাই) ১.৬১ লক্ষ টাকা। সাধারণ ৩৫০ রয়্যাল এনফিল্ড বাইকের চেয়ে এর দাম মোটামুটি ১৫০০০ টাকা বেশি পড়ছে। 

5/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_5

ক্লাসিক সিঙ্গলস ৩৫০-এ ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম) থাকছে। এই প্রথম ভারতে ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে রয়্যাল এনফিল্ড। 

6/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_6

রয়্যাল এনফিল্ডের এই মডেলে বেশ কিছু কসমেটিক পরিবর্তন দেখতে পারবেন আপনি। এক্সক্লুসিভভাবে বাইক বিক্রি করা হবে বলে খবর। বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে দিয়েছে।

7/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_7

ক্লাসিক সিঙ্গলস ৩৫০-এ ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম) থাকছে। এই প্রথম ভারতে ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে রয়্যাল এনফিল্ড। ভারত সরকারের নয়া নীতি অনুযায়ী, ২০১৯ সাল থেকে ১২৫ সিসির বেশি মোটরবাইকে এবিএস থাকা আবশ্যক।

8/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_8

এই মডেলে বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে। একেবারে সেনাবাহিনীর ওয়ান সিটার বাইকের লুক। রাস্তায় মানুষের চোখ টানবেই। 

9/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_9

৩৫০ সিঙ্গলস এডিশনে ৩৪৬ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ারকুল ইঞ্জিন রয়েছে বাইকে। বাইকে ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। রয়েছে ২৮ নিউটন মোটর টর্ক জেনারেটর। সাসপেনশনের জন্য ৩৫এমএস ফ্রন্ট টেলিস্কোপিক ফর্কস।

10/10

এনফিন্ডের 'রয়্যাল' মডেল

enfield_10

বাইকে রয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। রয়েছে সোনালি ও সবুজ ফিনিশিংয়ের মেটালের রয়্যাল এনফিল্ড ব্যাজ।