Value of Rupee Falls: অর্থনীতিতে ফের ধাক্কা, রেকর্ড পড়ে ১ ডলার=৮০.১১ টাকা

Aug 29, 2022, 13:37 PM IST
1/5

জুলাইয়ের পর ফের পড়ল টাকার দাম। ডলারের তুলনায় টাকার দামের এই পতন রেকর্ড ছুঁল।

2/5

সোমবার ডলারের নীরিখে টাকার দাম গিয়ে দাঁড়াল ৮০.১১ টাকা। এদিন বাজার খুলতেই ডলারের দাম ছিল ৮০.০২ টাকা।

3/5

শুক্রবার বাজার বন্ধের সময়ে এক ডলারের দাম ছিল ৭৯.৮৭ টাকা।

4/5

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের তরফে ইঙ্গিত দেওয়া হয় মূদ্রাস্ফীতিতে লাগাম দিতে সুদের হার বাড়তে পারে। এর পরই ডলারের দাম লাফিয়ে বেড়ে যায়। জুলাই মাসের মাঝামাঝি ডলারের দাম ৮০ টাকার নীচে নেমে গিয়েছিল।

5/5

মার্কিন যুক্তরাষ্ট্রের মূদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে। শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, সুদের হার বৃদ্ধি, ধীর আর্থিক বৃ্দ্ধি মূদ্রাস্ফীত অনেকটাই কমিয়ে দেবে। তবে সুদের হার বাড়লে সাধারণ মানুষ ও ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। ২০২২ সালের শেষ চার মাসে একটা আর্থিক মন্দা আসবে বলে আশঙ্কা করা হয়েছিল।