Salman Khan-Aishwarya Rai Bachchan: হঠাৎ দেখা! সুভাষ ঘাইয়ের জন্মদিনের পার্টিতে সলমান-ঐশ্বর্য...

Jan 24, 2023, 17:28 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ছিল বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাইয়ের ৭৮ তম জন্মদিন। এদিন স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে মিডিয়ার সামনেই কেক কাটলেন পরিচালক।  

2/7

জনপ্রিয় পরিচালকের জন্মদিনের পার্টি ছিল তারকার হাট। এদিন ক্যাজুয়াল পোশাকে ক্যামেরাবন্দি হলেন সলমান খান।  

3/7

সলমানের সঙ্গেই এই পার্টিতে দেখা মিলল বচ্চন পরিবারের। অভিষেক বচ্চনের সঙ্গেই দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। এছাড়াও গিয়েছিলেন জয়া বচ্চন। সুভাষ ঘাইয়ের তাল ছবিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী।  

4/7

এদিন পার্টিতে দেখা যায় অনিল কাপুর ও অনুপম খেরকে। সুভাষ ঘাইয়ের রাম লখন, তাল সহ একাধিক ছবিতে দেখা গেছে অনিলকে।  

5/7

এছাড়াও পরিচালকের জন্মদিনে হাজির হয়েছিলেন জ্যাকি শ্রফ ও শত্রুঘ্ন সিনহা।  

6/7

নতুন প্রজন্মের নায়কদের মধ্যে সুভাষের জন্মদিনে দেখা গেল কার্তিক আরিয়ানকে।  

7/7

পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন মহিমা চৌধুরী। কার্যত সুভাষ ঘাইয়ের ছবি পরদেশের হাত ধরেই বলিউডে ডেবিউ করেন মহিমা।