ভারতের শিঙাড়া গেল মহাকাশে, পাঠাল 'চায়েওয়ালা'

Jan 13, 2021, 10:48 AM IST
1/13

নিজস্ব প্রতিবেদন: মহাকাশে চক্কর কাটার পর ফ্রান্সে গিয়ে ল্যান্ড করল ভারতের শিঙাড়া। ঠিক ল্যান্ড নয়, একেবারে ক্র্যাশ করল বলা যায়। ঘটনাটি খুবই অদভুত বটেই। কিন্তু নিছক মজা করতেই এই পদক্ষেপ। নির্দিষ্ট কোনও লক্ষ্য ছিল না। 

2/13

চায়েওয়ালা কোথায় কোথায় তাঁর স্পেশাল শিঙাড়া পাঠাবেন তা নিয়ে বলতে গিয়ে তুড়ি মেরে বলেছিলেন মহাকাশেও পৌঁছে দেবেন। এরপর থেকেই তিনি ভাবতে থাকেন সত্যিই সম্ভব মহাকাশে শিঙাড়া পাঠানো! কেন নয়? 

3/13

মার্কিন মুলুকের এক ভারতীয় রেস্তোঁরার মালিক। তিন বারের চেষ্টায় শেষ অবধি এক বাক্স শিঙাড়া মহাকাশে পাঠাতে সফল হয়েছেন তিনি। ভারতের খাবার বিক্রি করে অন্যতম সেরা রেস্তোঁরা হিসেবে পরিচিত ‘চায়েওয়ালা’। 

4/13

রেস্তোঁরার মালিকের নাম নীরজ গাধের। হিলিয়াম গ্যাস বেলুনে ভরে তার সঙ্গে শিঙাড়া বেঁধে ছেড়ে দেয়। প্রথমেবারের  চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়বারের চেষ্টাও ব্যর্থ হয়। কারণ পর্যাপ্ত হিলিয়াম গ্যাস ছিল না। কিন্তু তৃতীয় বারের চেষ্টায় সফল হন তিনি। 

5/13

‘চায়েওয়ালা’ এই মিশনে সফল হয়েছে ফ্রান্সে ক্র্যাশ হওয়ার আগেই।

6/13

7/13

8/13

9/13

10/13

11/13

12/13

13/13