Sanskari Bahu turns bold : শাড়ি ছেড়ে বিকিনিতে, সিংহলের সমুদ্রে আগুন লাগালেন TV-র 'সংস্কারি বউমা'

| Oct 14, 2022, 15:49 PM IST
1/5

'সংস্কারি বউমা' এবার বোল্ড লুকে

পরনে শাড়ি, মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, টেলি ধারাবাহিক 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা' ধারাবাহিকে গৃহবধূ 'প্রতিজ্ঞা'র চরিত্রে এভাবেই দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা গোর-কে। তবে টেলিভিশনের 'সংস্কারি বউমা' সামনে এলেম বোল্ড লুকে। 

2/5

শ্রীলঙ্কায় পূজা গোর

বেশকিছুদিন আগেই শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলেন টেলি অভিনেত্রী পূজা গোর সেখান 'সিংহল'-এর নীল সমুদ্রে লাল বিকিনিতে ঝড় তুলেছিলেন পূজা।

3/5

নেটপাড়া বলছে 'অপ্রত্যাশিত'

টেলিভিশনের 'সংস্কারি বউমা'-কে এভাবে দেখা হতবাক হলেছেন নেটপাড়ার অনেকেই। উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, 'অপ্রত্যাশিত', কেউ লিখেছেন, 'বউমার এমন লুক!' আবার কারোর মন্তব্য 'জলে আগুন লেগে গেছে।' কারোর কথায়, 'হট পূজা'।

4/5

পূজা-আরহান জুটি

২০০৯ সালে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা' ধারাবাহিকটি। শেষ হয় ২০১২-র অক্টোবরে। সেই ধারাবাহিকেই পূজা গোর এবং আরহান বেহিল-এর জুটি জনপ্রিয়তা পেয়েছিল। 

5/5

পূজার বলি ডেবিউ

একধিক টেলি ধারবাহিকের অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডেও পা রেখে ফেলেছেন পূজা গোর। নেটফ্লিক্স, ZEE5 সহ একাধিক ওয়েব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন।