SAvsIND: ছয় দেশ, পাঁচ মহাদেশ, KL Rahul-এর শতরানের নজির

কেএল রাহুলের সাতটি শতরানের গল্প।   

Dec 28, 2021, 16:55 PM IST

নিজস্ব প্রতিবেদন: একেই বলে ফিরে আসা। বছর দুয়েক আগে টেস্ট দলে জায়গা হারিয়েছিলেন। কিন্তু ব্যাটিং স্টান্স-এ বেশ কিছু রদবদল ঘটিয়ে ও প্রবল ধৈর্যের পরীক্ষা দিয়ে আবার পুরোনো ফর্ম ফিরে পেয়েছেন রাহুল। গত ইংল্যান্ড সফর থেকেই ওপেনার হিসেবে নিজেকে ছাপিয়ে গিয়েছেন কর্নাটকের এই ব্যাটার। মূলত অফ স্টাম্পের বাইরে যাওয়া বিষাক্ত ডেলিভারিগুলো লাগাতার ছেড়ে দেওয়ার জন্যই এসেছে সাফল্য। 

এই নিয়ে টেস্টে ৭টি শতরান করে ফেললেন। সব মিলিয়ে ৬টি দেশ ও ৫টি মহাদেশে তিনি টেস্ট শতরান করলেন। ইংল্যান্ডে ২টি এবং ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় ১টি করে টেস্ট সেঞ্চুরি করলেন। সেই নিরিখে লোকেশ এশিয়া ও ইউরোপে ২টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। ১টি করে টেস্ট শতরান করেন আমেরিকা, ওশেনিয়া ও আফ্রিকায়।

1/7

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০

KL Rahul vs Australia

২০১৫ সালে সিডনিতে আয়োজিত সিরিজের চতুর্থ টেস্টে প্রথম শতরান করেছিলেন। ২৬২ বলে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১০ রান। মেরেছিলেন ১৩টি চার ও ১টি ছয়। সেই টেস্ট ড্র হয়ে যায়। তবে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হেরে গিয়েছিল বিরাট কোহলির ভারত। 

2/7

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান

KL Rahul vs Sri Lanka

২০১৫ সালেই সেরে ফেলেছিলেন টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান। সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল কলম্বোর পিএসএস স্টেডিয়ামে। ১৯০ বলে অনবদ্য মেজাজে ১০৮ রান করেন তিনি। মেরেছিলেন ১৩টি চার ও ১টি ছয়। ২৭৮ রানে সেই টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। 

3/7

কিংসটনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৫৮

KL Rahul vs West Indies

২০১৬ সালে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ১৯৬ রানে শেষ করে দেওয়ার পর, ভারতীয় দল প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান (ডিক্লেয়ার) তুলে দেয়। ৩০৩ বলে ১৫৮ রান করেন রাহুল। তাঁর ব্যাট থেকে এসেছিল ১৫টি চার ও ৩টি ছয়। সেই টেস্ট ড্র হয়ে যায়। 

4/7

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রানে আউট

KL Rahul vs England at Chennai

২০১৬ টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান কেএল রাহুলের কাছে যেন দুঃস্বপ্নের মতো। ঘরের মাঠে প্রথম শতরান করলেও মাত্র ১ রানের জন্য প্রথম দ্বিশতরান হাতছাড়া করেছিলেন রাহুল। সিরিজের পঞ্চম টেস্টে রাহুলের ইনিংস থেমেছিলেন ১৯৯ রানে। খেলেছিলেন ৩১১টি বল। মেরেছিলেন ১৬টি চার ও ৩টি ছয়। সেই ইনিংসে আউট হওয়া কিছুতেই মানতে পারছিলেন না। মাথা নিচু করে মুখ ঢেকে পিচে উপর বসেছিলেন রাহুল। যদিও শতরান করলেও, ৩০৩ রানে অপরাজিত থাকার জন্য ম্যাচের সেরা হয়েছিলেন করুন নায়ার। চেন্নাইতে এক ইনিংস ৭৫ রানে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। 

5/7

ওভালের বাইশ গজে ১৪৯

KL Rahul at Oval vs England

২০১৮ সালের সেই সফরে ভারত ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও, ওভাল টেস্ট ড্র হয়েছিল। প্রথম ইনিংসে ৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২২৪ বলে ১৪৯ রান করেছিলেন রাহুল। তাঁর সেই ইনিংস ২০টি চার ও ১ টি ছয় দিয়ে সাজানো ছিল। 

6/7

শতরান করে 'লর্ডসের লর্ড' কেএল রাহুল

KL Rahul vs England at Lords

টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান পেতে রাহুল প্রায় তিন বছর সময় লেগে গিয়েছিল। খারাপ ফর্মের জন্য একাধিক সিরিজ থেকে বাদ গিয়েছিলেন এই ব্যাটার। তবে গত ইংল্যান্ড সফরে ওপেনার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রাহুল। ফলে ২০২১ সালের লর্ডস টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ১২৯ রান। এই শতরান করতে খেলেছিলেন ২৫০ বল। ১২টি চার ও ১টি ছয় মেরেছিলেন রাহুল। ভারত সেই ১৫১ রানে জেতার পাশাপাশি ম্যাচের সেরাও হয়েছিলেন রাহুল। 

7/7

সেঞ্চুরিয়ানে রাহুলের সেঞ্চুরি

KL Rahul vs South Africa

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের মুখ রক্ষা করলেন এই ওপেনার। পুরনো বন্ধু ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে জুটি বেধে প্রথম দিনেই প্রোটিয়াসদের পেস বোলিংকে বুঝে নিয়েছিলেন রাহুল। বৃষ্টির জন্য দ্বিতীয় দিন এক বল খেলা না হলেও প্রথম দিন সেরে নিয়েছিলেন শতরান। ২৬০ বলে ১২৩ রানে থামলেন তিনি। এই ইনিংস গড়তে মেরেছিলেন ১৪টি চার ও ১টি ছয়। যদিও তৃতীয় দিন লুঙ্গি এনগিডির দাপটে ৩২৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস।