ঘরবন্দি জীবন থেকে মুক্তির স্বাদ, বড়দিনের আগে কেক মিক্সিং-এ মাতলেন SBIHM-এর পড়ুয়ারা
Dec 05, 2020, 20:25 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের মাঝে অভিনব উদ্যোগ। পড়ুয়াদের মনোবল বাড়াতে বড়দিনের আগে কেক মিক্সিং-এর আয়োজন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা SBIHM-এ। যাবতীয় সুরক্ষা বিধি মেনে আনন্দে মেতে উঠলেন ছাত্র-ছাত্রীরা।
2/5
করোনা আতঙ্ক থেকে মুক্তি মিলবে কবে! রাজ্যে কো-ভ্য়াকসিনের ট্রায়াল শুরু হয়েছে। লকডাউনের কড়াকড়ি এখন আর নেই। চলছে লোকাল ট্রেন-মেট্রো, সড়কপথেও সচল পরিবহণ। জনজীবন কার্যত স্বাভাবিকই বলা চলে।
photos
TRENDING NOW
3/5
শিক্ষাক্ষেত্রে ছবিটা কিন্তু বদলায়নি এখনও। আট মাস হয়ে গেল, রাজ্যের সমস্ত সরকার ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘরবন্দি হয়ে দিন কাটছে পড়ুয়াদের। মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন সকলেই।
সংস্থার ম্যানেজার বিদিশা সরকার বলেন, দীর্ঘ আটমাস ধরে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে। এখন যদি তাঁদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখা হয়, মনোবল বাড়ানো না যায়, তাহলে কোনওদিনই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। যাবতীয় সাবধানতা অবলম্বন করেই অনুষ্ঠানটি করা হচ্ছে।