1/8
2/8
৩৫০০ বছর পুরনো, এখনও পর্যন্ত বিশ্বের সব চেয়ে প্রাচীন মধুপাত্রের সন্ধান মিলল আফ্রিকা থেকে। এই খোঁজ পুরাতাত্ত্বিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। যিশুর জন্মের আগে খ্রিস্টপূর্ব আনুমানিক ১৫০০ সাল থেকে এই পাত্র ব্যবহার করা হত বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। স্বাভাবিক ভাবেই যা বিশ্বের সবচেয়ে প্রাচীন মধু সংগ্রহের কার্যকলাপের দিকেই ইঙ্গিত করছে।
photos
TRENDING NOW
3/8
4/8
বিশেষজ্ঞদের মতে এই নক সংস্কৃতির জন্ম আফ্রিকার নাইজেরিয়ায়। খ্রিস্টজন্মের আগে আনুমানিক ১৫০০ শতক থেকে এই সংস্কৃতি আফ্রিকা রয়েছে। এই নক সংস্কৃতি আফ্রিকার সাধারণ যুগের (Common Era) অংশ।এই যুগ ঐতিহাসিকদের কাছে পরিচিত মূলত প্রাচীন স্থাপত্যের জন্য। এই যুগের টেরাকোটা শিল্প বিশ্বব্যাপী প্রসিদ্ধ। এবার সেই যুগেরই প্রাচীন মধুপাত্রের সন্ধান পেয়ে বিজ্ঞানীরা উল্লসিত।
5/8
6/8
7/8
8/8
photos