ভূস্বর্গে তুষার এল ঝিরঝিরয়ে...দেখা নেই শুধু পর্যটকের, দেখুন ছবি

Nov 07, 2019, 13:37 PM IST
1/6

হঠাত্ ভারী তুষারপাত ভূস্বর্গে! বরফের চাদরে গুলমার্গ, সোনামার্গ এলাকা মুড়তেই, যেন সেই চেনা ছবি ফিরে এল।

2/6

বলাই যায়, প্রথম তুষারপাতের সাক্ষী থাকল নয়া জম্মু-কাশ্মীর। এখন আর রাজ্য নয়। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিতি পেয়েছে জম্মু-কাশ্মীর।

3/6

গত অগস্টে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে নেওয়া হয় জম্মু-কাশ্মীর থেকে। এবং তার রাজ্যের তকমা তুলে নিয়ে লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল বানানো হয়।

4/6

বুধবার সকালে ভারী বৃষ্টি হওয়ার পর থেকেই পরিবেশ পালটাতে থাকে। শুরু হয় তুষারপাত। গতকাল থেকেই সোনামার্গ, গুলমার্গের সে সব ছবি আসতে থাকে।

5/6

জানা যাচ্ছে আগামী আরও ৩ দিন ভারী থেকে অতি ভারী তুষারপাত চলবে। তবে, এই দৃশ্য আদৌ কতটা উপভোগ করতে পারবেন পর্যটকরা সন্দেহ রয়েছে।

6/6

জম্মু-কাশ্মীরে বর্তমান পরিস্থিতে একেবারেই মার খেয়েছে পর্যটন শিল্প। এখনও সেভাবে ভিড় জমাতে সাহস পাচ্ছেন না পর্যটকরা।